একলাফে জ্বালানী তেল এর দাম বেড়েছে ৪২-৫২%। বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ খাতে এর প্রভাব নিঃসন্দেহে প্রকট। বাজারে মূল্য বৃদ্ধির তুঘলকি কান্ড ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কী অবস্থা মৎস্য ও প্রাণী সম্পদ খাতে? কী করণীয়? <br />কৃষি সংগঠক অধ্যাপক রেজা সিদ্দিক এর সঞ্চালনায় এ বিষয়ে মতামত তুলে ধরবেন মৎস্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডঃ সৈয়দ আরিফ আজাদ এবং বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর সাবেক মহাপরিচালক এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন এর পরিচালক (মৎস্য ও প্রাণীসম্পদ) ডঃ নাথু রাম সরকার। <br />বিসেফ ফাউন্ডেশনের এই নাগরিক সংলাপে আপনিও অংশ নিন এবং তুলে ধরুন আপনার মতামত। ধন্যবাদ। নাগরিক শক্তির জয় হোক।<br />Live Talk Show Organized by BSAFE Foundation<br />Enjoy and stay connected with us :